আমির কন্যা ইরাকে জাপটে ধরে চুমু নুপূরের

সপ্তাহান্তে ইরাকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করেন নুপূর শিখরে। ভাইরাল জুটির ভালোবাসামাখা

আমির কন্যা

আমি খান কন্যা ইরা খান। নেটমাধ্যমে দারুণ সক্রিয় তিনি। প্রায়শই বয়ফ্রেন্ড নুপূর শিখরের সঙ্গে আদুরে এবং ভালোবাসামাখা ছবি পোস্ট করতে দেখা যায় আমির কন্যাকে। সম্পর্ককে নিয়ে কখনও লুকোচুরিও করেননি দুজনে। ইরার ইনস্টাগ্রামে দেওয়ালে ফুটে উঠেছে বেশ কিছু মিষ্টি ছবি।

আমির কন্যা

নীল শাড়িতে ছবি পোস্ট করেছেন ইরা। তাঁকে আগলে রয়েছেন নুপূর শিখরে। ইরাকে দু হাতে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন নুপূর।

আমির কন্যা

ছবিতে লাল হলুদ পাড় নীল শাড়ির সঙ্গে কালো হাত কাটা ব্লাউজ পরেছেন ইরা। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছবির জন্য় পোজ দিয়েছেন তিনি। কানে ঝোলা দুল, কপালে ছোট্ট একটা লাল টিপ পরেছেন।

আমির কন্যা

এ দিন নুপূরকে নীল রঙের টি-শার্টের সঙ্গে ব্লু ডেনিম জিনস পরে দেখা মিলেছে। জুটির ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ঠাকুমার সিল্কের শাড়ি পরে এ দিন ক্যামেরার সামনে পোজ দেন ইরা। অনুরাগীদের মন্তব্য, শাড়িত দুর্দান্ত লাগছে তাঁকে।