কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে একদল নারী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রবিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ মিছিল বের হয়।

সদর উপজেলার বটতৈল মোড় থেকে শুরু হয়ে মিছিলটি চৌড়হাস বিমান চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাদের বক্তব্য, একজন মৃত মানুষকে নিয়ে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না।
গত শুক্রবার কোকোকে নিয়ে আমির হামজার একটি কুরুচিপূর্ণ মন্তব্যের পুরনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ব্যাপক নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় শনিবার সকালে মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়ে দুঃখপ্রকাশ করেন। তিনি দাবি করেন, নির্বাচন সামনে রেখে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই বক্তব্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ভুল হলে আমি স্বীকার করি। মানুষতো ভুলের ঊর্ধ্বে নয়।
আরও পড়ুনঃ
অন্যদিকে, ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাতেই কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শনিবার শহরের থানা মোড়ে তৌহিদী জনতার ব্যানারে এ নিয়ে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


