‘আমি এলাকার এমপি বলছি। একটা কাজে ফোন করেছি। কাজটি করে দিবেন’। আদৌ তিনি এমপি নন। কিন্তু ভরাট গলায় ভাবটা ভালই নিতেন। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা খেলেন। শুধু তিনি একা নন। আরেক নারীও ছিলেন তার সহযোগী। তিনিও এখন ময়মনসিংহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার।
প্রতারক এমপির নাম জহির উদ্দিন বাবুল (৫৫)। ডিবি পুলিশ তাকে ঢাকা ফকিরাপুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আটক নারীর নাম গুলশান আরা বেগম। তার বাড়ি নেত্রকোনা জেলা পূর্বধলা থানার সাহুদকোনা গ্রামে।
জেলা ডিবির ওসি শাহ কামাল বলেন, চাকরির কথা বলে আটককৃত নারী গুলশান আরা বেগম চাকরিপ্রার্থীদের কাছ থেকে ব্যাংকের চেক নিতেন। আর জহির উদ্দিন বাবুল এমপি পরিচয়ে বিভিন্ন জায়গায় তদবির করতেন। সম্প্রতি ময়মনসিংহে একাধিক ব্যক্তি এদের হাতে প্রতারিত হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করে। পরে ডিবি পুলিশ চক্রটিকে সনাক্ত ও গ্রেপ্তার করে।
এ বিষয়ে গতকাল বুধবার কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। প্রতারণার শিকার একজন চাকরিপ্রার্থী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।