স্পোর্টস ডেস্ক : শক্তিশালী নিউজিল্যান্ডকে বধ করতে অবশেষে সমর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন জয়ের অন্যতম দাবিদার জয়ের নায়ক ইবাদত হোসেন। জয়ের ভিত্তি কিন্তু তিনি রচনা করেছেন। এই সুবাদে তিনিই হন ম্যান অব দি ম্যাচ।
ম্যাচ শেষে তিনি বলেন, তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। ফলে তিনি জানেন, কিভাবে স্যালুট দিতে হয়।
Advertisement
জয়ের পর এবাদত বলেন, এই কৃতিত্বের জন্য প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। নিউজিল্যান্ডের মাটিতে গত ২১ বছরে আমাদের ভাইয়েরা জয় পায়নি। এবার আমরা টার্গেট নির্ধারণ করেছি। আমরা দৃঢ়প্রত্যয়ী। আমরা টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে চেয়েছিলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।