আন্তর্জাতিক ডেস্ক : তিন দেশের নাগরিক ‘লিফট কারা দে’ খ্যাত জনপ্রিয় সঙ্গীতজ্ঞ আদনান সামি – পাকিস্তান, কানাডা ও ভারত। জন্মসূত্রে তিনি পাকিস্তানি, তবে কানাডার নাগরিকত্বও নিয়েছেন। তবে বলিউডসহ হিন্দি গানে তার ব্যাপক দখল ও জনপ্রিয়তার কারণে ভারতে থিতু হন এ শিল্পী।
২০০৬ সালে পেয়েছেন ভারতের নাগরিকত্বও। পরে দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে পাকাপাকি ভাবে ভারতে থাকতে শুরু করেন। এরপর থেকে আর জন্মভূমি পাকিস্তানে পা রাখেননি আদনান সামি।
কিন্তু কেন পাকিস্তান ছাড়লেন এ তারকা শিল্পী? এ প্রশ্নের জবাবে সবসময় রহস্যই রেখেছেন। সঠিক কারণটি জানাননি কখনও।
এবার সেই একই প্রশ্নে রহস্যকে আরও ঘনীভূত করলেন আদনান? এমনকি হুমকি দিয়ে বসলেন পাকিস্তান সরকারকে! বললেন, একদিন সব কুকীর্তি ফাঁস করে দেবেন তিনি।
তার পাকিস্তান ছাড়ার জন্য সরাসরি সে দেশের সরকার দায়ী করলেন ‘সুন জারা’ তারকা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিল্পী লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, কেন আমি পাকিস্তান ছেড়েছি? আসলে পাকিস্তানের মানুষ সম্পর্কে আমার কোনো বিরূপ ধারণা নেই, বিষোদাগার নেই। তারা যেমন আমাকে ভালবাসেন, আমিও তাদের ভালবাসি। কিন্তু পাকিস্তানের সরকারের কারণে আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি।’
এরপর হুমকির সুর ‘ভর দো ঝোলি মেরি’ খ্যাত শিল্পীর কণ্ঠে। তিনি বলেন, ‘এক দিন সব কুকীর্তি ফাঁস করে দেব। বছরের পর বছর ধরে মুখে কুলুপ এঁটে ছিলাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। মানুষ এসব শুনলে চমকে যাবেন!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।