বিনোদন ডেস্ক : কয়েক মাস আগে মারা গেছেন বলিউডের মেধাবী অভিনেতা ইরফান খান। তার প্রয়াণের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ইস্যুতে লিখেছেন ছেলে বাবিল। সেখানে যেমন ইরফানের লড়াই, জীবন নিয়ে নানা কথা লিখেছেন, তেমনই জানান, ধর্মের কারণ দেখিয়ে অনেকে জায়গা থেকে তাকে সরিয়েও দেওয়া হয়েছে।
বুধবার ইনস্টাগ্রামে বাবিল লেখেন, “আমি কেবল আরেকবার সব আগলমুক্ত হতে চাই। বন্ধনহীন। স্বাধীন। আমার ধর্ম বা পদবি আমার পরিচয় হোক, একেবারেই চাই না।”
কলকাতার এই সময় জানায়, সম্প্রতি ঈদ নিয়ে একটি টুইট করেন বাবিল। এরপরই বন্ধুরা জোর করে তাকে চুপ করিয়ে দেন, কথা বলতে দেন না শুধুমাত্র তিনি মুসলিম বলে।
বাবিল শুধু বলেছিলেন, “ঈদের জন্য জাতীয়স্তরে ছুটি থাকে। সেই ছুটি বাতিল করে দেওয়া হলো, কিন্তু রাখিবন্ধনের ছুটি বহাল থাকল।” আরও লেখেন, “ঠিক আছে, সমস্যা নেই। আমি ঈদ পালন করব, কিন্তু শনিবার নয়।” সেই সঙ্গে একটি ব্যাঙ্গাত্মক হাসির ইমোজি দেন তিনি।
এরপর বাবিল ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, সম্প্রতি তৈরি হওয়া জাতিগত বিভেদ দেখে তিনি শঙ্কিত।
বলেন, “আমি জানি সারা বিশ্বই এখন উন্মাদ হয়ে গিয়েছে। কিন্তু আমার দেশ তো ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই পরিচিত ছিল। এখন তা আমূল বদলে গিয়ে একটি নির্দিষ্ট জাতির দেশে পরিণত হয়েছে। এর প্রভাব কী হতে পারে তাই ভেবে আমি ভয়েই রয়েছি। সম্প্রতি আমার এক বন্ধু আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। কারণ আমি একটি নির্দিষ্ট জাতির প্রতিনিধি। এই বন্ধুর সঙ্গে আমি ক্রিকেট খেলেছি। তখন আমাদের বয়স ছিল ১২। আমি আমার বন্ধুদের খুব মিস করি। আমার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, সব মানুষ বন্ধুদের। আমার পদবি আমার ধর্ম ঠিক করে দেবে, এই বিশ্বাস নিয়ে আমি জন্মায়নি।”
বাবিল আরও বলেন, “মানুষের এই অদ্ভুত ক্ষমতা নিয়ে আমার অনেক কিছুই বলার ছিল। কিন্তু বলতে পারলাম না। আমার কিছু শুভান্যুধায়ী বলল, এসব বললে আমার ক্যারিয়ারের এখানেই ইতি হয়ে যেতে পারে। আপনারও কি তাই বিশ্বাস করেন? আমি ভীত সন্ত্রস্ত। কিন্তু আমি এরকমটা হতে চাই না। আরেকবার সব আগল থেকে মুক্ত হতে চাই। আমি মানুষ। এই ভারতবর্ষের কোটি কোটি জনসংখ্যার মধ্যে আমারও অস্তিত্ব আছে।”
“আপনার ভয় নেই, আমাকে হিন্দুবিদ্বেষী, জাতীয়তাবাদবিরোধী যা খুশি বলতে পারেন। কিন্তু আমিও আপনাকে কথা দিচ্ছি, এক ঘুষিতে আপনার নাক ফাটিয়ে দিতে পারি। আমি একজন বক্সার।”
সেই দীর্ঘ লেখার পর বাবিল বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে বেশ কিছুজন তার বক্তব্যকে সমর্থন করেছেন। সবশেষে বাবিল সংযোজন করেন, “ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। কিন্তু যে সব মানুষ চাইছেন আমি দেশ ছেড়ে চলে যাই তাদের আমি পাত্তাও দিই না। যদি আপনারা চান আপনাদের এই মানসিক সমস্যা নিয়ে একটা আলোচনা করা যেতে পারে।”
সম্প্রতি একটি পোস্টে বাবিল জানিয়েছেন তিনিও বলিউডে ক্যারিয়ার শুরু করতে উৎসুক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।