ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তার পরবর্তী সিনেমা ‘এনজিকে’। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন সাই পল্লবী ও সুরিয়া। তামিল ভাষার সিনেমাটি আগামী ৩১ মে মুক্তির কথা রয়েছে। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে সুরিয়ার ভূয়সী প্রশংসা করেন সাই পল্লবী।
এ সময় সাই পল্লবী বলেন, ‘আমি সুরিয়া স্যারের অনেক বড় ভক্ত। একটি শটের আগে নিজেকে কীভাবে প্রস্তুত করেন, কীভাবে একটি চরিত্রে ঢুকে যান— শুটিং সেটে সুরিয়া স্যারের এ বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করেছি।’
তিনি আরো বলেন, ‘শুটিং সেটে টেকনিশিয়ানদের সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলতেন এবং তাদের পরিবারেরও খোঁজখবর নিতেন। শুটিংয়ে আমি যদি ৫০টি টেকও নিতাম তবু সুরিয়া স্যার বিরক্ত হতেন না। তিনি নম্র ও ব্যক্তিত্বসম্পন্ন একজন ব্যক্তি। তিনি এক মিলিয়নে একজন। এই প্রজেক্টের অংশ হতে পেরে সত্যি আমি অনেক খুশি।’
২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন পল্লবী। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আথিরান’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।