বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের সর্বশেষ কালো তালিকায় এবার নাম উঠেছে চীনের টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ও আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের নিয়ন্ত্রণাধীন ই-কমার্স সাইটগুলোর। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) অফিস সম্প্রতি জানায়, তারা ৪২টি অনলাইন বাজার ও ৩৫টি অফলাইন বাজার চিহ্নিত করেছে, যেগুলো ট্রেডমার্ক জালিয়াতি বা কপিরাইট পাইরেসির সঙ্গে সরাসরি জড়িত বা এ কাজগুলোয় সহায়তা দেয়। খবর রয়টার্স।
এক বিবৃতিতে ইউএসটিআর জানায়, এই প্রথমবারের মতো চীনভিত্তিক দুটি উল্লেখযোগ্য অনলাইন বাজার আলি এক্সপ্রেস ও উই চ্যাট ই-কমার্স সিস্টেমকে চিহ্নিত করা হলো।
চীনভিত্তিক অনলাইন বাজার বাইডু ওয়াংপান, ডিএইচগেট, পিনডিয়ুডিয়ু ও টাওবাও এ তালিকায় আগে থেকেই রয়েছে। ইউএসটিআর বলছে, চীন ভূখণ্ডে অবস্থিত নয়টি অফলাইন বাজার নকল পণ্য উৎপাদন, বিতরণ ও বিক্রয়ের জন্য সুপরিচিত।
এ তালিকাভুক্তির পর পরই বিভিন্ন প্লাটফর্মে মেধাস্বত্ব সুরক্ষায় সরকারি সংস্থার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে আলিবাবা।
অন্যদিকে টেনসেন্ট বলছে, প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের সঙ্গে একেবারেই একমত নয়। তবে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রতিষ্ঠানটি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার মুখে না পড়লেও তাদের সুনামহানি ঘটবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।