এবার আমেরিকা সফরে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। সেখানে ১২টি শহরে কনসার্ট করবেন তারা। ফলে ২৬ বছর বয়সী ব্যান্ডটি প্রথমবারের মতো পারফর্ম করবে দেশটিতে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটো।
এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ মোট ১২টি শহরে পারফর্ম করবে অর্থহীন।
এ প্রসঙ্গে টিটো বলেন, ‘দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সুমন ভাইয়ের (বেজবাবা সুমন) শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তাই আমরা আবার কনসার্টে ফিরেছি। এবার যুক্তরাষ্ট্র সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রবাসী ভক্তদের কাছে অর্থহীন বরাবরই প্রিয়। অন্য ব্যান্ডদের শো তারা দেখলেও অর্থহীনকে কখনও পাননি। এবার তাদের সেই অপেক্ষার অবসান ঘটছে।’
এই কনসার্ট ট্যুরের আয়োজক হিসেবে থাকছে মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। সময়সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্য শিগগিরই অর্থহীনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
ব্যান্ডটির ফ্রন্টম্যান সাইদুস সালেহীন খালেদ সুমন, ভক্তদের কাছে যিনি ‘বেজবাবা সুমন’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ২০১২ সালে তার মেরুদণ্ডে প্রথম ক্যানসার ধরা পড়ে, যা পরে মস্তিষ্ক, গলা, কিডনি ও পাকস্থলীতেও ছড়িয়ে পড়ে। পাকস্থলীতে সংক্রমণ এতটাই মারাত্মক ছিল যে অস্ত্রোপচারে সেটি সম্পূর্ণ কেটে ফেলা হয়।
এ পর্যন্ত সুমনের শরীরে হয়েছে ২০টির বেশি অস্ত্রোপচার। সবকিছুর পরেও তিনি সংগীত থেকে বিরত থাকেননি। বর্তমানে অনেকটা সুস্থবোধ করায় তিনি আবার কনসার্ট ও গান প্রকাশে সক্রিয়।
সাইয়ারা: নতুন মুখ নিয়ে দুই দিনেই প্রায় ৪৭ কোটির আয়, চমকে দিল বলিউড
২০২২ সালে অর্থহীন প্রকাশ করেছে অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’। খুব শিগগিরই আসছে ‘ফিনিক্সের ডায়েরি ২’।
ব্যান্ডের বর্তমান লাইনআপ: সুমন (ভোকাল ও বেজ গিটার), মার্ক ডন (ড্রামস), এহতেশাম আলী মঈন (গিটার) ও এহসানুল হক টিটো (ম্যানেজার)।
সূত্র : ইনডিপেনডেন্ট ডিজিটাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।