জুমবাংলা ডেস্ক : আবহাওয়া অনুকূলে থাকলে আমের উৎপাদন ভালো হবে। এই জেলা আমের জন্য বিখ্যাত না। তবে স্থানীয় জাতের নাক ফজলী, গোপালভোগ আম অনেক জনপ্রিয়তা পেয়েছে। জয়পুরহাটে আমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আমের গাছগুলোতে গুটি দেখা যাচ্ছে।
জয়পুরহাটে এ বছর চাষিরা ৭৭৬ হেক্টর জমিতে আমের চাষ করেছেন। এখান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার মেট্রিক টন।
তবে স্থানীয় জাতের মধ্যে নাকফজলী, সুবর্ণরেখা, সুরমাফজলী, ক্ষিরশাপাত, আশ্বিনা, গোপালভোগ, নেংড়া আম বেশ জনপ্রিয়। এছাড়া বে-সরকারি ভাবে ৫ শতাধিক আমের বাগানও রয়েছে।
চাষিরা বলেন, এ জেলায় নাকফজলি জাতের আমের অনেক চাহিদা রয়েছে। এই আম সাধারণত কিছুটা লম্বাটে আকৃতির হয় এবং বিচি থাকে ছোট। খেতে অনেক সুস্বাদু। এ বছর আম চাষ করে লাভবান হতে পারবো বলে আশা করছি। এই আম উঠার সাথে সাথে বিক্রি হয়ে যায়।
জয়পুরহাটের কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন বলেন, এ জেলায় অনেক জাতের আম উৎপাদন হয়। তার মধ্যে নাকফজলি ছাড়াও গোপালভোগ আমের সঙ্গে নেঙ্গড়া আমের চাষ দিন দিন বৃ’দ্ধি পাচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনের আশা করছি। এছাড়া আমরা কৃষকদের সকল ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছি। গাছ গুলোতে ব্যাপক হারে আমের গু’টি আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।