Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home জমে উঠেছে রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম ‘বানেশ্বর’
অর্থনীতি-ব্যবসা বিভাগীয় সংবাদ স্লাইডার

জমে উঠেছে রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম ‘বানেশ্বর’

জুমবাংলা নিউজ ডেস্কMay 19, 20232 Mins Read
Advertisement

রঞ্জু খন্দকার ও সোহান আমিন, রাজশাহী থেকে: আমের রাজধানী যদি বলা হয় রাজশাহীকে, তবে পুঠিয়া উপজেলার বানেশ্বরকে বলতে হবে এর বাণিজ্যিক রাজধানী। রাজশাহীতে আমের সবচেয়ে বড় মোকাম এটি। এখানকার সড়ক-মহাসড়ক ছাপিয়ে আস্তেধীরে এ বাজার ছড়িয়ে পড়েছে অনলাইনেও। অনলাইনেও বানেশ্বর বাজারের আম বিক্রি করেন অনেকে।

সর্বশেষ গত মঙ্গলবার গোপালভোগ বাজারে আসার মধ্য দিয়ে বানেশ্বর মোকাম জমজমাট হয়ে উঠছে। এর আগে প্রায় ১০ দিন ধরে বিক্রি হয়েছে গুটি আম।

সরকারি আমপঞ্জিকা অনুসারে, এবার রাজশাহীতে ৪ মে থেকে গুটি আম পাড়া শুরু হয়। গোপালভোগ ১৫ মে পাড়া শুরু হয়েছে। এরপর লক্ষণভোগ বা লখনা ও রানীপছন্দ ২০ মে এবং হিমসাগর বা ক্ষীরশাপাতি ২৫ মে থেকে বাজারজাত করার কথা। অন্যান্য জাতের আম আরও পরে আসবে বাজারে।

অবশ্য কয়েকজন চাষি বলেন, গোপালভোগ ১৫ মের আগেই বাগানে পেকেছে। তখন অল্প করে তাঁরা স্থানীয় বাজারে ছেড়েছেন। ১৬ মে থেকে পুরোপুরি বাজারে আনছেন। অনলাইনেও বিক্রি করছেন।

গত শুক্রবার বানেশ্বর বাজারে গোপালভোগ এনেছিলেন স্থানীয় চাষি আনোয়ার হোসেন। তিনি বলেন, বাগানে আগেই পাকায় তিনি আম এনেছেন। আম পাকা কি না, তিনি ক্রেতাদের ছুড়ি দিয়ে আম কেটে দেখান।

স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানান, বানেশ্বর বাজার থেকে দেশের সব জায়গায় আমের চালান যায়। এখানে দিনে কয়েক শ মণ আম বেচাকেনা চলে। টাকার অঙ্কে তা কয়েক কোটি। দিনে চাষিদের কাছে আম কিনে রাতে তা ট্রাকে করে চলে যায় বিভিন্ন এলাকায়।

বানেশ্বর বাজারের আমব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, এ বাজারে তিনি দিনে ৫০ মণের বেশি আম বেচাকেনা করেন। তাঁর মতো এখানে শ দুয়েক ব্যবসায়ী আছেন। সে হিসাবে গড়ে এখানে দিনে ১০ হাজার মণ আম বিকিকিনি হয়। ২ হাজার টাকা মণ হিসাবে টাকার অঙ্কে তা দুই কোটি। অনলাইনেও তাঁর আমের ব্যবসা রয়েছে।

সম্প্রতি গিয়ে দেখা যায়, মহাসড়কের ধার দিয়ে বসেছে পরিচিত বানেশ্বর আমবাজার। চাষিরা ভ্যানে করে আনছেন আম। ভ্যানে থাকতেই পাইকারেরা দর করছেন। মানভেদে গুটি আম প্রায় ১৩শ থেকে ১৫শ, গোপালভোগ ১৫শ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

পুঠিয়ার আজমত হোসেন এসেছিলেন প্রায় ২০ মণ গোপালভোগ নিয়ে। তিনি বলেন, তাঁর বাগানে আরও আম রয়েছে। প্রথম দফায় ২০ মণ এনেছেন। আরও আনবেন।

ক্রেতা-বিক্রেতারা জানান, গতবারের তুলনায় এবার আমের দাম কিছুটা কম। গত বছর মৌসুমের শুরুতে গোপালভোগ প্রতি মণ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে এবার ভালো মানের আম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৯০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

বানেশ্বর আমবাজারের ইজারাদার আবুল কালাম আজাদ বলেন, এখনও তেমন উন্নতমানের আম বাজারে আসেনি। তাই দাম কিছুটা কম। তবে বাছাইকৃত আমের মণ সর্বোচ্চ ২০০০ টাকা বিক্রি হচ্ছে। ধীরেধীরে অন্য জাতের আম আসলে এ বাজার পুরোপুরি জমে উঠবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘সবচেয়ে ’বানেশ্বর’ অর্থনীতি-ব্যবসা আমের উঠেছে জমে বড় বিভাগীয় মোকাম রাজশাহীর সংবাদ স্লাইডার
Related Posts
প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

December 25, 2025
প্রধান উপদেষ্টা

দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব : প্রধান উপদেষ্টা

December 25, 2025
সঞ্চয়পত্র

সঞ্চয়পত্র কেনায় যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ – জেনে নিন পরিকল্পিত বিনিয়োগের কৌশল

December 25, 2025
Latest News
প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টা

দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব : প্রধান উপদেষ্টা

সঞ্চয়পত্র

সঞ্চয়পত্র কেনায় যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ – জেনে নিন পরিকল্পিত বিনিয়োগের কৌশল

BNP

সমমনা দলের আরও ৭ নেতাকে আসন ছাড় বিএনপির

টাকা বাড়ানো

টাকা বাড়ানোর সহজ ও ঝুঁকিমুক্ত উপায়, মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এখনই ক্রয় করুন

Islami-Bank-PLC

ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত

নগদে লেনদেন করে স্কুটি জিতে নিলেন ময়মনসিংহের সোহেল

ব্যাংক

শনিবার খোলা থাকবে ব্যাংক

Tarique Rahman

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গুরুত্বপূর্ণ ১০ প্রশ্নের উত্তর

Press

তারেক রহমানের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে : প্রেস সচিব

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.