আন্তর্জাতিক ডেস্ক : হাজার কোটি টাকা খরচ করে ছেলের প্রাক বিয়ের জমকালো অনুষ্ঠানে বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। কেউ বাদ যায়নি এই জমকালো বিয়ের আসরে।
৩ দিন ব্যাপি প্রি ওয়েডিং অনুষ্ঠান চলে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে হবে অবশ্য জুলাই মাসে। তবে তার আগে প্রাক বিবাহ আসর বসেছিল গুজরাটের জামনগরে।
এতে দেখা যায় বিশ্বের সব হাই প্রোফাইল ব্যক্তিত্ব। সারা বিশ্ব থেকে অতিথিরা আসে। ছিলেন মার্ক জাকারবার্গ থেকে বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্পের মতো অতিথিরাও। এছাড়াও সচীন থেকে ধোনি, শাহরুখ থেকে সালমান-আমির, রণবীর থেকে দীপিকা-আলিয়া সবাই হাজির হয়েছিলেন। তবে হাতে গোনা কিছু তারকা বাদ গিয়েছিলেন এতে। এসেছিলেন পপ স্টার রিহানা।
এরই মধ্যে এক ব্যক্তি শেয়ার করেছেন আম্বানিদের অনুষ্ঠানের নিরাপত্তার কথা। সেই ব্যক্তির বন্ধু আম্বানিদের অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করেন।
তিনি বলেন, উৎসব চলাকালীন সময়ে মার্ক জাকারবার্গের স্ত্রী, প্রিসিলা তার গলার লকেট হারিয়ে ফেলেন। এতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং জুকারবার্গ দম্পতির সঙ্গে সেখানে উপস্থিত সমস্ত অতিথিরা সাড়ে তিন ঘন্টা ধরে দুলটির সন্ধান করে। কিন্তু পাওয়া যায়নি।
সেই ব্যক্তি পরে নিশ্চিত করেননি যে, প্রিসিলা পরে লকেটটি ফিরে পেয়েছেন কি না! তবে এই ঘটনাটি বেশ বিশৃঙ্খল তৈরি করেছিল। দুল অনুসন্ধানে ব্যয় করা সাড়ে তিন ঘণ্টা বেশ উল্লেখ করার মতোই ছিল! গহনার টুকরোটি অবশ্যই প্রিসিলার খুব কাছের ছিল, কারণ তিনি এটির সন্ধানে অনেকটা সময় ব্যয় করেছিলেন।
এই ঘটনা সামনে আসতে না আসতেই তা নিয়ে পড়তে থাকে মজার মজার মন্তব্য। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, এই হারানোর ঘটনাটাই নাকি ৫ মার্চ, ২০২৪-এ ফেসবুক এবং ইনস্টাগ্রাম ডাউন হওয়ার প্রধান কারণ।
এদিকে জাকারবার্গকে চমকে দিয়েছিল অনন্তর হাতে থাকা একটি দামি ঘড়ি। অনন্ত পরেছিলেন নীলকান্তমণি লাগানো রবিলন ঘড়ি। যা নিজের ঐশ্বর্য ও বিশেষত্বের জন্য বিখ্যাত। আনুমানিক ২.২ মিলিয়ন (প্রায় ১৮.২ কোটি রুপি) দাম এটির। বিলাসবহুল ঘড়িটি ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যানকে অভিভূত করে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।