আম্মু ঘুমিয়ে গেলে ছেলেদের সঙ্গে ফুটবল খেলতাম

সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক: দেশের শোবিজে বর্তমানে যে কজন অভিনেত্রী সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। তরুণ এই অভিনেত্রী এরইমধ্যে নাটক-টেলিফিল্মে নিজের জাত চিনিয়েছেন। তার অভিনীত কয়েকটি কাজই পেয়েছে জনপ্রিয়তা, কুড়িয়েছে প্রশংসা।

অভিনয়ের পাশাপাশি খেলাধুলার প্রতিও দারুণ আকর্ষণ রয়েছে মাহির। বিশ্ব ফুটবলের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের ভক্ত তিনি।

এবার ব্রাজিল ভক্তদের মন ভেঙে দিয়ে টাইব্রেকারে ব্রাজিলকে পরাস্ত করেছে ক্রোয়েশিয়া। ফলে কোয়ার্টার ফাইনালেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে নেইমারদের।
সামিরা খান মাহি
এ নিয়ে সামিরা খান মাহি সংবাদমাধ্যমকে বলেন, টাইব্রেকারে গিয়ে হেরেছে আমার দল। টাইব্রেকার অনেকটা ভাগ্যও বলা চলে। তাই কষ্টটা বেশি লেগেছে। খেলার সময় তো প্রেশার হাই হয়ে যাচ্ছিল। মানসিক চাপ কমার জন্য ওষুধ খেয়েছি। খেলা দেখেছি বন্ধুরা মিলে। ব্রাজিলের হারে কষ্ট পেয়েছি ঠিকই, পরে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচও দেখছি।

নেইমার যখন কাঁদছিল… এটা সত্যিই হৃদয়বিদারক। পুরোটা সময় বেশ চাপে ছিলাম। প্রথম গোল দেওয়ার পর ভেবেছিলাম, এই যাত্রায় বুঝি পার পেয়ে গেছি। কিন্তু শেষ হওয়ার আগে যখন ড্র হয়ে গেল, তখন খুবই মর্মাহত হয়েছি।

দ্বিতীয় কোনো প্রিয় দল আছে কি না জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, সত্যি কথা বলতে, মেসিকে আমার ভালো লাগে। ওর খেলার স্টাইল সব সময় মুগ্ধ করে। তবে যেহেতু ব্রাজিল বিদায় নিয়েছে, তাই আমার সেকেন্ড ফেবারিট ফ্রান্স। ওই দলের মধ্যে এমবাপ্পের খেলাও বেশ ভালো লাগে। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোও আমার প্রিয় খেলোয়াড়।

ছোটবেলায় কোনো খেলাধুলা করতেন? মাহি বলেন, ছোটবেলায় আমি টমবয় টাইপ ছিলাম। বাবা সরকারি চাকরি করতেন। তখন বাবার পোস্টিং ছিল দিরাই। মনে পড়ছে, দিরাইয়ে যেখানে থাকতাম, ছোটবেলায় গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে গিয়ে ফুটবল খেলতাম। দুপুরের খাবারের পর আম্মু ঘুমিয়ে গেলে মাঠে ছেলেদের সঙ্গে ফুটবল খেলতাম। এই ফুটবল খেলার জন্য কত মার যে খেয়েছি।

১০ কেজি ওজন কমিয়ে সুন্দরী প্রতিযোগিতায় পিয়া বিপাশা