পাক প্রধানমন্ত্রীকে ‘আম্রপালি আম’ পাঠালেন শেখ হাসিনা

জুমবাংলা ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ ‘আম্রপালি আম’ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা আজ ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার কাছে ১০০০ কিলোগ্রাম বিশেষ জাতের বাংলাদেশী ‘আম্রপালি আম’ উপহার হস্তান্তর করেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুভেচ্ছা উপহার দুই দেশের সম্পর্কের একটি বিশেষ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।