স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আইপিএলে ৫৫ ম্যাচে ২২.৩৯ গড়ে তার শিকার ৭৯ উইকেট। এই টুর্নামেন্টে খেলতে গিয়ে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সহজ সরল ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন তাহির। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন তিনি। দলের সবাই নাকি ধোনির ঘরে নিয়মিত যেতেন আম খাওয়ার জন্য।
সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট সংক্রান্ত এক অনুষ্ঠানে তাহির বলেছেন, ‘অনেকবার অধিনায়ক ধোনির বাড়িতে গিয়েছি। দলের সবাই যেত। কারণ ধোনি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের জন্য সুস্বাদু আম সংগ্রহ করত। যা আমরা মজা করে খেতাম। এবারের আইপিএল হচ্ছে শুনে খুব ভালো লাগছে। ম্যাককালামের সঙ্গে খেলা উপভোগ করেছি। এবার তার সঙ্গে নাইট রাইডার্সে কাজ করব।’
ধোনির সঙ্গে প্রথম পরিচয় নিয়ে তাহির বলেন, ‘ধোনির দলে খেলার আগে তাকে টিভিতেই দেখেছি। ব্যক্তিগত পরিচয় ছিল না। প্রথম আলাপের সময় ধোনিকে সামনে দেখে বিস্মিত হয়ে গিয়েছিলাম। সেদিন আমি হোটেলে নিজের ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম। ধোনি তার ঘর থেকে বেরিয়ে এসে বলেছিল, ইমরান ভাই, স্বাগতম। আমার ঘরে যেকোনো সময় আসতে পার। এটা শুনে আমার খুব ভালো লেগেছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।