বিনোদন ডেস্ক: আয়মান সাদিক বিয়ে করলেই সালমান মুক্তাদির বিয়ে করবেন। এক প্রশ্নের জবাবে এমনটাই জানালেন সালমান মুক্তাদির। সালমান মুক্তাদির এখন কোনো সম্পর্কে নেই জানিয়ে বলেন, ‘আপাতত কোনো বিশেষ মানুষ নেই। আপাতত সিঙ্গেল বলা যায়।’
বিয়ে করছেন কবে- এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘আসলে চাইলে এখনই, কিন্তু আমি আয়মান সাদিকের জন্য অপেক্ষা করছি। ফ্রেন্ড সার্কেলের মধ্যে ও এখনো বিয়ে করেনি। ও বিয়ে করলেই আমি তারপর বিয়ে করব। ওর বিয়েটা হলে আমি আমার দায়িত্বটা নিতে পারব আর কি।
রাজধানীর বসুন্ধরা সিটিতে সালমান মুক্তাদিরের সঙ্গে কথা হলো বৃহস্পতিবার রাতে। সালমান এসেছিলেন স্টার সিনেপ্লেক্সের ইফতারে। সেখানেই আলাপকালে বিভিন্ন বিষয় নিয়ে এই অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর জানালেন ব্যক্তি সালমান মুক্তাদির বিষয়ক কিছু কথা।
নিজের বিয়ে প্রসঙ্গে সালমান মুক্তাদির বললেন, ‘সব ফ্রেন্ডের বিয়ে হয়ে গেলে যাচাই-বাছাই করতে পারব। ও আচ্ছা, এটা করা যাবে না, এটা করা যাবে; এটা ঠিক আছে, এটা ঠিক নাই, তারপর মে বি আমার।’
বিয়ের জন্য সালমান মুক্তাদির কেমন পাত্রী চান। এই প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘বিয়ের জন্য পাত্রী একদমই প্রেফার করে না। আমার যদি কারো সঙ্গে থেকে ভালো লাগে, কথা বলে ভালো লাগে; ও যদি আমাকে বোঝে, আমি যদি তাঁকে বুঝি আর রিসপেক্টটা সব থেকে বেশি ইমপর্ট্যান্ট। রিসপেক্ট না থাকলে একটা মানুষের সঙ্গে কোনোভাবে লয়াল থাকতে পারবেন না।’
সালমান মুক্তাদিরকে অনলাইনে অনেকেই গালি দেন। অফলাইনেও এমন ঘটনা হয় কি না? প্রশ্ন করা হলে সালমান সহজেই বললেন, ‘হ্যাঁ। আমি শান্ত কিন্তু লেজবিশিষ্ট। কিছুদিন আগেই আমাকে দুইটা ছাত্র গালি দিয়েছে। আমি গার্ডদের বলেছি তাদের পরিচয় বের করতে। এরপর আমি তাদের আটকে রেখেছিলাম। আপনি অনলাইনে গালি দিচ্ছেন সেখানে কন্ট্রোল নেই বলে, তার মানে আপনি সবখানেই গালি দেবেন। আমরা একটা সমাজে বাস করি, এখানে চাইলেই আপনি সব করতে পারেন না।’
সালমান মুক্তাদিরের বিষয়ে নানা রকম প্রচলিত কথা রয়েছে। এমনই এক প্রশ্নের জবাবে বললেন, ‘যদি প্লে বয় বলতে মনে করেন সালমান একাধিক সম্পর্কে জড়িয়ে থাকে, তাহলে মে বি হ্যাঁ। যদি স্ব-ইচ্ছায় এসে আমার সঙ্গে থাকতে চায় বা সময় কাটাতে চায় দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি কাউকে কখনো মিথ্যা আশা দিই না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।