বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করেন তারা জানেন প্লাটফর্মে কন্টেন্টের আবেদন বাড়ানোর জন্য থাম্বনেইল কতটা জরুরি। অনেকে চান তাদের কন্টেন্টে বিভিন্ন সময়ে থাম্বনেইল দিয়ে কন্টেন্টের জনপ্রিয়তা বাড়াতে। এতদিন সে সুযোগ ছিল না। অবশেষে এই সুবিধা পাওয়া যাচ্ছে নতুন ফিচারের মাধ্যমে।
নতুন এই ‘টেস্ট অ্যান্ড কম্প্যায়ার’ ফিচারের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা থাম্বনেইল তৈরিতে বাড়তি সুবিধা পাচ্ছেন। কোম্পানি এই ফিচারকে থাম্বনেইল এ/বি টুল বলে অভিহিত করছে।
অনেক ইউটিউবার থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে থাম্বনেইল ভাগ করে নেন। কিন্তু থার্ড পার্টি অ্যাপ মোটেও নিরাপদ নয়। এখন ফিচারটি বিল্ট-ইন হওয়ায় কন্টেন্ট ক্রিয়েটররা তাদের থাম্বনেইলের ভিত্তিতে কন্টেন্টের কার্যকারিতা দেখতে পারবেন। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে গত এক মাসে নির্ধারিত কিছু ইউটিউবারকে এই ফিচার ব্যবহার করতে দেয়া হয়েছে। ‘টেস্ট অ্যান্ড কম্প্যায়ার’ ফিচার এখন পরীক্ষামূলক বা প্রাথমিক পর্যায়ে আছে। তবে সামনে বড় পরিবর্তন আসছে। আগামী কয়েক মাসে সবার জন্য ফিচারটি চালু করে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।