আরও কমলো সোনার দাম

সোনার দাম

জুমবাংলা ডেস্ক: চলতি সপ্তাহে বুরিয়ান সোনার দাম কমেছে প্রায় ২ শতাংশ। যার ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কমেছে। এনিয়ে টানা তিন সপ্তাহ মূল্যবান ধাতুটির দর কমলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি অর্থনীতির ইতিবাচক তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। ফলে মার্কিন মুদ্রা ডলারের মূল্য বেড়েছে। তাতে সোনার দরপতন ঘটেছে। গত ছয় সপ্তাহ দলের ডলারে দর ঊর্ধ্বতমুখী রয়েছে।
সোনার সর্বোচ্চ দাম
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৮২৭ ডলার শূন্য ৯ সেন্ট। আগের কার্যদিবসে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) যা ছিল ১৮৪০ ডলার ৯৪ সেন্ট। এর আগে গত ১ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে যায় মূল্যবান ধাতুটির দর।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি সোনার লেনদেন হয়েছে ১৮৩৫ ডলার ৭০ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ১৮৫০ ডলার ২০ সেন্ট।

টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতির প্রধান ইলিয়া স্পিভ্যাক বলেন, যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি বেড়েছে। এই পরিস্থিতিতে কঠোর মুদ্রানীতি গ্রহণ করে যেতে পারে ফেড। সোনার জন্য যা নেতিবাচক হবে।

ডলারের দাম বাড়ায় গত ১০ বছরের মধ্যে ডিসেম্বর থেকে বেঞ্চমার্ক ট্রেজারি তাদের বিনিয়োগে সর্বোচ্চ ‍মুনাফা করেছে।

এক কাঁদিতে প্রায় ২০০ কলা! নতুন জাতের কলা জি নাইনে বাজিমাত