স্পোর্টস ডেস্ক: ৩৬ বছর শিরোপার স্বাদ না পাওয়ার আক্ষেপ ঘোচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে আর্জেন্টিনা। তাদের ভক্তরাও আছে অপেক্ষায়। প্রতিবার তাদের আশার গুড়ে বালি ঢেলে দেয় কোনো না কোনো দল। এবারের বিশ্বকাপের শুরুটাও ভালো হয়নি তাদের। সি গ্রুপের প্রথম ম্যাচে পুঁচকে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যাত্রা শুরু করেছে লিওনেল মেসিরা। আর এই হারে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন যুদ্ধ।
বাংলাদেশের ফুটবল ভক্তদের বেশিরভাগই ব্রাজিল বা আর্জেন্টিনার সমর্থক। আর আর্জেন্টাইন ভক্তদের প্রতিপক্ষ মনে করে ব্রাজিল ভক্তরা। তাই ব্রাজিল কিংবা আর্জেন্টিনা উভয় ম্যাচেই নজর রাখতে হয় দুদলের সমর্থকদের। আজও তার ব্যতিক্রম হয়নি।
তবে সৌদির কাছে হেরে যাওয়ার পর উল্লাস করেছে ব্রাজিল ভক্তরা। আর মাথায় হাত দিয়ে হতাশায় বসে পড়েছে আর্জেন্টিনার ফুটবলার ও ভক্তরা। এসব নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে পাল্টাপাল্টি মন্তব্যও। রীতিমত যুদ্ধ চলছে। তবে এর মধ্যে কেউ কেউ সমবেদনাও জানাচ্ছে।
হেরে যাওয়া দলের ভক্তদের প্রতি সমবেদনা জানিয়ে কেউ কেউ স্ট্যাটাস দিয়েছেন, ‘কেউ আর্জেন্টিনার ভক্তদের ক্ষ্যাপাবেন না। তাদের পাশে থাকুন। সমবেদনা জানান।’
এছাড়াও আরেকজন স্ট্যাটাস দিয়েছেন, ‘আর্জেন্টিনার ভক্তদের চোখে চোখে রাখুন। তাদের হাতে ছুরি কাঁচি দিবেন না। এমনকি তাদেরকে একা একা থাকতে দিয়েন না।’
এসব বলার কারণও আছে অবশ্য। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা হেরে যাওয়ার পরদিন ঢাকার ধামরাইয়ের এক যুবক আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনা ছিল বড্ড মর্মান্তিক। একারণেই অনেকে সমবেদনার স্ট্যাটাস দিয়ে পাশে থাকার কথা বলছেন।
রসিকতা করে একজন লিখেছেন, ‘আজ এক যোগে শুধু বাংলাদেশ থেকে ৫৩ লাখ স্ট্যাটাস ডিলিট হয়েছে।- ফেসবুক কর্তৃপক্ষ’
তবে আর্জেন্টাইন ভক্তরাও কম যান না, একজন লিখেছেন, ‘এলআরবির একটা কালজয়ী গান আছে। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। গানটায় নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতেসি আমি।’
মজার শেষ নেই, একজন লিখেছেন, ‘ছোট ভাই ২ টা জার্সি কিনছে। বললাম বাসায় বাজার এর ব্যাগ আছে অনেক গুলো। আরো দুইটা দরকার নাই। তাও কিনছে। কি অবস্থা বুঝেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।