Advertisement
আন্তর্জাতিক ফুটবলে আরও একবার ফাইনালের মঞ্চে উঠেও হতাশার মুখ দেখল আর্জেন্টিনা। দীর্ঘ ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারল না তারা।
চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে আফ্রিকার দেশ মরক্কো।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা, কিন্তু এবারের আসরে তাদের শিরোপা স্বপ্ন থেমে গেল মরক্কোর দুর্দান্ত রক্ষণভাগ ও গতিময় আক্রমণের সামনে।
এ জয়ে মরক্কো শুধু শিরোপাই জেতেনি, বরং আফ্রিকান ফুটবলের নতুন দিগন্তও উন্মোচন করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।