স্পোর্টস ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা ঘিরে গাইবান্ধার সদর উপজেলার মোহাম্মদ রায়হান মিয়া (২৫) নামের আর্জেন্টিনা ভক্ত ৭২০ ফুট পতাকা বানিয়েছেন। এই পতাকা বানিয়ে তিনি এলাকায় প্রশংসায় ভাসছেন এবং আলোচনায় এসেছেন। তার বানানো পতাকা নিয়ে আর্জেন্টিনার সমর্থকরা একটি আনন্দ মিছিল করে।
রবিবার (১৮ ডিসেম্বর) ফাইলান খেলা উপলক্ষে উপজেলার বকসীপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী মোহাম্মদ রায়হান মিয়া নেতৃত্বে গ্রামের যুবক-কিশোর ও শিশুরা পতাকা নিয়ে মিছিল করেছে। এসময় হাজার উৎসুক মানুষ ওই মিছিলটি উপভোগ করে।
এই মিছিলে অংশ নেওয়া যুবক সাগর মিয়া বলেন, ‘বিশ্বজুড়ে কোটি মেসি ভক্তদের মধ্যে আমিও একজন। তার পায়ের জাদুতে এবার আর্জেন্টিনার ফাইনালে জিতবে এমনটাই আমার প্রত্যাশা।
আর্জেন্টিনা ফাইনালে যাওয়ায় প্রায় লাখ টাকায় গরু দিয়ে বিরিয়ানির আয়োজন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।