স্পোর্টস ডেস্ক: বিপিএলে শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেটের বিপক্ষে আম্পায়ারের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তা নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। সঙ্গে যোগ দেন তারই দলের পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফ। যার জন্য বিসিবি শাস্তি দিয়েছে দুজনকেই।
এক সংবাদ বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, এই দুজনই লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানকে তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফকে আনুষ্ঠানিক তিরস্কার করার সঙ্গে শাস্তি হিসেবে দেয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
নুরুল ও রউফ দুজনেই বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৮ ভঙ্গ করেছেন। যেখানে বলা হয়েছে ম্যাচ চলাকালীন আম্পায়ারের কোনো সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করা যাবে না।
আর্থিক জরিমানার পাশাপাশি নুরুল হাসান সোহানের ডিসিপ্লিনারি রেকর্ডে যুক্ত হয়েছে ২ ডিমেরিট পয়েন্ট। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ৭.৫ অনুযায়ী টুর্নামেন্টে কোন ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট ৪ হয়ে গেলে এই পয়েন্ট মিলে ম্যাচ সাসপেনশনে পরিণত হবে। সোহানের এখন ৩ ডিমেরিট পয়েন্ট হয়েছে। তাই সোহান আর এক ডিমেরিট পয়েন্ট পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হবেন।
অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও প্রগিত রাম্বুকওয়েলা, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার আলি আরমান রাজন দুজনের বিপক্ষে অভিযোগ দায়ের করেন, যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। দুজনেই শাস্তি মেনে নিলে আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
কোহলি দিলেন গাড়ি, সুনীল বিলাসবহুল বাড়ি; বিয়েতে যেসব উপহার পেলেন রাহুল-আথিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।