আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তার দেশ আর্মেনিয়ার সঙ্গে শান্তি চুক্তির ‘যেকোনো সময়ের থেকে বেশি কাছাকাছি’ রয়েছে।
আর্মেনিয় জাতিগত সংখ্যাগরিষ্ঠদের কাছ থেকে কারাবাখ অঞ্চল পুনর্দখল করার অর্ধ বছর পর আজারবাইজানের প্রেসিডেন্ট শান্তি চুক্তির কাছাকাছি থাকার কথা জানালেন। কারাবাখ পুনর্দখলের কারণে জাতিগত আর্মেনিয়রা গণহারে পালিয়ে যেতে বাধ্য হয়।
আজেরি প্রেসিডেন্ট বলেন, ‘আজ আমরা আর্মেনিয়ার সঙ্গে শান্তি আলোচনার সক্রিয় পর্যায়ে রয়েছি।’ বাকুতে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকের পর এক মন্তব্যে তিনি বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি।’
অন্যদিকে স্টলটেনবার্গ বলেন, তিনি দুই দেশের মধ্যে শান্তির দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপকে স্বাগত জানান।
ন্যাটোর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি অনুসারে স্টলটেনবার্গ বলেন, ‘আগের চেয়ে শান্তি চুক্তির কাছাকাছি থাকাকে আমরা স্বাগত জানাই ও প্রশংসা করি। আর্মেনিয়ার সাথে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর সুযোগ গ্রহণে তিনি উৎসাহিত করেন বলেও মন্তব্য করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।