বিনোদন ডেস্ক : যৌতুকের দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন তার স্বামী বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে মামলা করেছেন।
Advertisement
গতকাল সোমবার সারিকা বাদী হয়ে মামলাটি করেন। সারিকা নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সারিকা বলেন, ‘এভাবে আসলে সম্ভব হচ্ছিলো না আমার, আমি আর পারছিলাম না। সংসার চালানোর প্রতিটা বিষয়ে আমার ওপর নির্ভরশীল ছিলেন উনি। বিয়ের অনুষ্ঠানের যাবতীয় অর্থ আমরা ব্যয় করেছি। আমি তো মানুষ আর কতো সহ্য করা যায়। পরে বিস্তারিত জানাব।’
চলতি বছরের ২ ফেব্রুয়ারি ২ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন সারিকা ও বদরুদ্দিন আহমেদ রাহী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।