স্পোর্টস ডেস্ক: বর্ণাঢ্য ক্যারিয়ারে দারুণ একটি মাইলফলকের সামনে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান থেকে আর মাত্র ৬০ রান দূরে তিনি। এখন পর্যন্ত ১১০ ম্যাচের ১০২ ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৯৪০ রান করেছেন মাহমুদুল্লাহ। আর ৬০ রান করলেই টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ হবে মাহমুদুল্লাহর।
আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কাল সিরিজের প্রথম ম্যাচেই ৬০ রান করলেও, ২ হাজার রানের ক্লাবে প্রবেশের সুযোগ থাকছে মাহমুদুল্লাহর। এ ম্যাচে ৬০ রান করতে পারলে বিশে^র ১৫তম ব্যাটার হিসেবে ২ হাজার রান ক্লাবে নাম লেখাবেন মাহমুদুল্লাহ।
বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানও মাহমুদুল্লাহর। দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৯৪ ম্যাচের ৯৩ ইনিংসে ১৮৯৪ রান করেছেন সাকিব। তৃতীয়স্থানে তামিম ইকবাল। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১৭০১ রান করেছেন তামিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।