কিছুদিন আগে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে শিশুটি। দুপুরে ওই শিশু তার নানীর সঙ্গে দোকানে যায়। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি আলমসাধু তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গায় আলমসাধু (শ্যালোইঞ্জিনচালিত যান) ধাক্কায় সাদিয়া আক্তার নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পীরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া উপজেলার গাইটঘাট গ্রামের কৃষক সবুজ আলীর মেয়ে।
স্থানীয় লোকজন জানান, কিছুদিন আগে মায়ের সঙ্গে পীরপুরে নানার বাড়িতে বেড়াতে আসে সাদিয়া। দুপুরে সাদিয়া তার নানীর সঙ্গে দোকানে যায়। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি আলমসাধু তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত সাদিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যায় সাদিয়া। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত না করার আবেদন করলে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।