বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঠোঁটের লিপস্টিক মুছতে বলায় অভিনেতা রণবীর কাপুরকে নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় বইছে বেশ কিছুদিন থেকেই। এমনকি নেটিজেনরা রনবীরকে ‘টক্সিক’ বলেও মন্তব্যও করেছেন। এবার তারই জবাব দিলেন রণবীর কাপুর।
দ্যা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন আলিয়া ভাট। সেখানে বলেছিলেন, তার ঠোঁটের স্বাভাবিক রংই পছন্দ করেন রণবীর।
সে ভিডিও ভাইরাল হলে রণবীরকে তুলোধোনা করেছেন নেটিজেনরা। তাকে ‘টক্সিক’ তকমাও দেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নতুন তকমা পাওয়া রণবীর মুখ খুলেছেন।
এসময় স্ত্রী আলিয়াকে লিপস্টিক লাগাতে না দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেলেও, রণবীর বলেছেন তাকে যে সবাই ‘টক্সিক’ বলছেন এ ব্যাপারে তিনি ওয়াকিবহাল। নিন্দুকদের সমর্থন করে রণবীর বলেছেন, “যারা আমাকে ‘টক্সিক’ বলছেন, পুরুষদের শাসন ব্যবস্থাকে নিন্দা করছেন, আমি আসলে তাদেরকে সমর্থন করি। বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেবলই অভিনয় করতে এসেছি আমি। এর বাইরে কিছু নয়।”
পারস্পরিক সম্পর্কের জন্য এর আগেও সমালোচনার শিকার হয়েছেন রণবীর ও আলিয়া। আলিয়ার উচ্চস্বরে কথা বলা রণবীর পচ্ছন্দ করেন না। আলিয়ার এমন মন্তব্যে নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় রণবীরকে। এ ছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রচারণায় অন্তঃসত্ত্বা আলিয়াকে মোটা বলে কটাক্ষের শিকার হন তিনি।
রণবীর কাপুরকে পরবর্তী সময়ে পর্দায় দেখা যাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন সিনেমা ‘অ্যানিমাল’-এ। এ সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।