
রণবীর কোন স্বভাবটি আলিয়ার সব চেয়ে পছন্দ? আর অপছন্দই বা কোনটি? একই প্রশ্ন আসে হবু মায়ের কাছেও। অভিনেত্রী বলেন, ‘ওর চুপ করে থাকাটা আমার খুব ভালো লাগে। শ্রোতা হিসেবে ও খুবই ভালো। আবার এই চুপ করে থাকাটাই অনেক সময় সহ্য করে নিতে হয়। কখনও কখনও তো কথার উত্তরও দেওয়া উচিত।’
দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন রণবীর-আলিয়া। আপাতত নতুন অতিথির অপেক্ষায় তারকা-দম্পতি। তার সঙ্গেই চলছে কাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁদের ‘ব্রহ্মাস্ত্র’। দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে ছবিটি। ইতোমধ্যেই বিশ্ব জুড়ে ৪০০ কোটির ব্যবসা করেছে ছবিটি।
‘ব্রহ্মাস্ত্র’র প্রচারের জন্য শহরের নানা প্রান্তে ছুটে গিয়েছেন রণবীর-আলিয়া। প্রতি মুহূর্তে হবু মাকে চোখে চোখে রেখেছিলেন রণবীর। অভিনেতা যদিও বলেন, আলিয়াকে ছাড়া তাঁর এক মুহূর্তও চলে না। তাঁর কথায়, ‘আমি মুখে বলি যে আমি স্বাধীনচেতা। কিন্তু বাস্তবে আমি ওর (আলিয়ার) উপর খুবই নির্ভরশীল। ও কোথায় আছে, তা না জেনে আমি বাথরুমেও যাই না, খাই না। ওকে আমার সব সময় পাশে চাই। সব সময় যে কথা বলতে হবে, তা নয়। ও আমার পাশে বসে থাকলেই হবে।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel