বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত, সমালোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। দুদিন পর পরই নানা মন্তব্য করে সারা বছর ধরেই তিনি খবরের শিরোনামে থাকে। কঙ্গনা মানেই যেন বিতর্ক। কিন্তু এটা সময় আর খবরের শিরোনামে আসবে না কঙ্গনার নাম। সেই সময়টাকেই নাকি ভয় পাচ্ছেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী।
সম্প্রতি কঙ্গনা সম্পর্কে এমন মন্তব্যটি করেছেন প্রবীণ অভিনেত্রী ও বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের স্ত্রী শাবানা আজমি। কঙ্গনাকে তিনি একটি পরামর্শও দিয়েছেন। তার মতে, কঙ্গনা যেটায় সবচেয়ে বেশি পারদর্শী সেটাই ওর করা উচিত। সেটা হল অভিনয়।
কিছুদিন আগেই কঙ্গনা মন্তব্য করেন, চলচ্চিত্র জগতকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচানো উচিত। সেই মন্তব্যের সূত্র ধরেই সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে নিজের অভিয়টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন শাবানা আজমি। তিনি এও বলেন, আলোচনায় থাকতেই কঙ্গনা এই ধরনের মন্তব্য করেন এবং বিতর্ক ছড়ান।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নানা রকমের মন্তব্য করে খবরে থেকেছেন কঙ্গনা। কখনো বলিউডে মাফিয়া রাজ, আবার কখনো স্বজনপোষণ নিয়ে সরব হয়েছেন তিনি। এও দাবি করেছেন, বলিউডের অধিকাংশ তারকা মাদকাসক্ত। আবার কখনো তিনি বলিউডকে আবর্জনা বলেও কটাক্ষ করেছেন। এছাড়া তার আপত্তিকর ভাষার শিকার হয়েছেন বলিউডের বহু তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।