বিনোদন ডেস্ক : গত বছর ১ মার্চ ভারতের গুজরাটের সবরমতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন আয়েশা আরিফ খান নামের এক তরুণী। এর আগে ভিডিও ধারণ করে শেষ বার্তা জানিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে আয়েশা বলেন, ‘কারো চাপে বা প্ররোচনায় নয়, নিজের ইচ্ছেতেই নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছেন। ’ বাবাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি শান্তিতে মরতে চাই।
আমি লড়াই করতে চাই না। আরিফকে ভালোবাসি। আরিফ আমার স্বামী।’ আত্মহত্যার আগে আরিফকেও ফোন করেছিলেন তিনি। পরে জানা যায়, ২০১৮ সালে রাজস্থানের বাসিন্দা আরিফ খানের সঙ্গে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর থেকেই আরিফ এবং তার বাড়ির লোকেরা পণের জন্য আয়েশার ওপর অত্যাচার করত। আদালতে মামলা করলেও সুবিচার পাননি আয়েশা। শেষ পর্যন্ত নিজের ওপর বিরক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।
এবার বাংলাদেশে আয়েশার এই মর্মান্তিক ঘটনা নিয়ে ছবি নির্মাণ করছেন শামীম আহমেদ রনী। কাল থেকে এফডিসিতে শুরু হবে ছবিটির শুটিং। আয়েশার চরিত্রে কে অভিনয় করবেন সেটা জানাননি রনী। তবে আয়েশার স্বামী আরিফের চরিত্রে অভিনয় করবেন এ কে আজাদ আদর।
পরিচালক শামীম আহমেদ রনী বলেন, “ছবিটির নাম দিয়েছি ‘ইয়াসমিন’। গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সত্যি বলতে, আয়েশার চরিত্রে অর্থাৎ আমার ছবির ইয়াসমিন চরিত্রে অভিনয়ের জন্য বেশ কয়েকজনের অডিশন নিয়েছি। তালিকায় নতুন-পুরনোরা আছেন। তাদের থেকেই একজনকে বেছে নেব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।