ধরুন, একটি উত্স থেকে এইমাত্র আলো জ্বলে উঠল। তাহলে কি সঙ্গে সঙ্গেই আলোর গতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল হবে? একেবারে শুরু থেকেই? নাকি ধীরে ধীরে বাড়বে এবং একসময় ধ্রুব গতি অর্জন করবে? এ প্রশ্নের উত্তর হলো, আলোর গতি স্থির এবং সেটা সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল।
আলো জ্বলে ওঠামাত্রই এই বেগে ছোটা শুরু করে। অ্যাস্ট্রোফিজিকস-সম্পর্কিত হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টারের তাত্ত্বিক পদার্থবিদ অ্যাভি লোয়েব এভাবেই কথাটা বলেছেন (দেখুন, স্মিথসোনিয়ান ম্যাগাজিন, ১ এপ্রিল ২০১৮)। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ১৯০৫ সালে আলোর ধ্রুব গতির এই ধর্ম ব্যবহার করে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব প্রদান করেন।
এটা তাঁর স্পেশাল থিওরি অব রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতার মূল ভিত্তি। এর সত্যতা অনেকবার পরীক্ষায় প্রমাণিত হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী, কোনো বস্তুই আলোর গতির চেয়ে দ্রুতগতিতে চলতে পারে না। আলোর গতি আপনার ফ্রেম অব রেফারেন্স বা অবস্থানের ওপর নির্ভর করে না। তার মানে, আপনি দ্রুতগতিতে চলছেন না স্থির অবস্থানে আছেন, তার ওপর আলোর গতি নির্ভর করে না।
আপনি যদি আলোর গতির কাছাকাছি গতিতে ছুটে চলেন, তাহলে আপনার সময় ধীরগতিতে চলবে। অর্থাত্ আপনি যদি দারুণ গতিসম্পন্ন রকেটে কয়েক দশক মহাশূন্যে কাটিয়ে আসেন, তাহলে দেখবেন, আপনার ছোট ভাইয়ের বয়স আপনার চেয়ে বেশি হয়ে গেছে, আপনার বয়স ধীরগতিতে বেড়েছে! আলোর উত্স ফোটন। এই কোয়ান্টাম কণার গতি সব সময় একই থাকে এবং সেটা সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।