আমরা জানি, সূর্যের ব্যাস ৮ লাখ ৬৪ হাজার মাইল। এই সংখ্যাটিকে পাই দিয়ে গুণ করলে সূর্যের পরিধি পাওয়া যাবে। অর্থাৎ, ২৭ লাখ ১৩ হাজার ৪০৬ মাইল। এই সংখ্যা দিয়ে সূর্যের পরিধি স্পষ্ট বোঝা কঠিন। বরং সূর্যের চারপাশে ঘুরে আসতে আসলে কত সময় লাগবে, সেটা জানলে কেমন হয়? সূর্যের আকার উপলব্ধি করার জন্য আমরা পরিবহনের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে দেখব, সূর্যের চারপাশে ঘুরতে আসলে কত সময় লাগে। তাহলে বোঝা যাবে, সূর্য আসলে কত বড়!
- একজন মানুষ প্রতি ঘন্টায় ৫ কিলোমিটার গতিতে বিরতিহীনভাবে হাঁটলে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগবে প্রায় ১০০ বছর।
- একটি গাড়ি বিরতিহীনভাবে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে চালালে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগবে ৫ বছর।
- একটি যাত্রীবাহী বিমান গড়ে ঘন্টায় ৯৬৫ কিলোমিটার গতিতে বিরতিহীনভাবে চললে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগবে প্রায় ৬ মাস।
- একটি রকেট ঘন্টায় বিরতিহীনভাবে ২৮ হাজার ৩২৪ কিলোমিটার বেগে চললে সূর্যের চারপাশে ঘুরতে সময় লাগবে প্রায় ৬.৪ দিন।
- আলোর সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগবে ৯ সেকেন্ড। আলো সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার ভ্রমণ করতে পারে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।