জুমবাংলা ডেস্ক : হেফাজতে ইসলামের সদ্যপ্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন সুন্নতে ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সুন্নতে ওয়াল জামায়াতের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়ে ১টা পর্যন্ত কোর্টের সামনে লিংক রোডে এ বিক্ষোভ করেন। এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের পর জোহর নামাজ পড়ার জন্য মসজিদে চলে যান। সড়কে বিক্ষোভের কারণে লিংক রোডে চাষাঢ়া থেকে জালকুড়ি পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা মুফতি আলাউদ্দিন জিহাদীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, আলাউদ্দিন জিহাদীর ফেসবুক আইডি গত কয়েক দিন আগে হ্যাক হয়েছিল। হ্যাক হওয়ার পর তার ফেসবুক পেজ থেকে হ্যাকাররা আল্লামা শফীকে নিয়ে কুরুচিপূর্ণ কিছু কথা পোস্ট করে। তিনি তার আইডিটি উদ্ধার করার পর হ্যাকারদের পোস্টগুলো ডিলিট করে দিয়েছিলেন। একই সঙ্গে ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ সে ঘটনার তদন্ত না করে আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করেছে।
বক্তারা বলেন, জোহর নামাজ পড়ার সময় হয়েছে, এজন্য আজকের মতো বিক্ষোভ ও অবরোধ প্রত্যাহার করা হয়েছে। আলাউদ্দিন জিহাদীকে যদি ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি না দেয়া হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আমরা বড় ধরনের আন্দোলনে যাব। তার মুক্তির প্রয়োজনে দরকার পড়লে আমরা রাজপথে রক্ত ঢেলে দেব।
প্রসঙ্গত, ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্যপ্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে দেওভোগ মাদ্রাসার খতিব ও মহানগর ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের করা মামলায় রোববার সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।