মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার স্মরণ ও জিকির। কুরআন ও হাদিসে বারবার এই গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। হে ঈমানদারগণ, ‘তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো’—এই নির্দেশনা কেবল একটি দাওয়াই নয়, বরং মানুষের অন্তরের শান্তি ও সাফল্যের পথ।
কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মানুষকে উদ্দেশ্য করে বলেন, “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ কর।” (সুরা আহযাব : আয়াত ১৪) পাশাপাশি, “তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হইও না।” (সুরা বাকারা : আয়াত ১৫২)
হাদিসে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, নবীজী সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। আমাদেরও তার উম্মত হিসেবে এ পথ অনুসরণ করা উচিত।
এক ঘটনা থেকে দেখা যায়, হজরত আনাস (রা.) বর্ণনা করেছেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন; প্রথম দুইবার কোনো পাতা পড়ল না, কিন্তু তৃতীয়বার অনেক পাতা ঝরল। এরপর নবীজি বললেন, “নিশ্চয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলা-হা ইল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন গাছ তার পাতা ঝরায়।” (মুসনাদে আহমাদ, হাদিস: ১২৫৩৪)
প্রিয় জিকিরগুলো:
سُبْحَانَ اللَّهِ (উচ্চারণ: সুবহানাল্লাহ) – আল্লাহ তাআলা অতি পবিত্র।
اَلْحَمْدُ لِلَّهِ (উচ্চারণ: আলহামদুলিল্লাহ) – সব প্রশংসা আল্লাহর জন্য।
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ (উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু) – আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই।
وَاللَّهُ أَكْبَرُ (উচ্চারণ: ওয়াল্লাহু আকবার) – তিনি সর্বশক্তিমান ও মহান।
এই জিকিরগুলো একসাথে বা আলাদা আলাদা করে পড়া যায়। মিলিয়ে পড়লে যেমন: “সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার”। নবীজী (স.) আরও বলেছেন, এই জিকিরগুলো পাঠ করা “যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে, সবকিছুর চেয়ে আমার কাছে অধিক প্রিয়।” (মুসলিম: ২৬৯৫)
জিকিরের মাধ্যমে মানুষ আল্লাহর স্মরণে মগ্ন হয়, আত্মার শান্তি লাভ করে এবং গুনাহ মুছে ফেলার বরকত পান। এটি কেবল একটি ইবাদত নয়, বরং অন্তরের সুখ ও দুনিয়া ও আখেরাতের কল্যাণের একটি শক্তিশালী মাধ্যম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।