বিনোদন ডেস্ক : তেলুগু অভিনেতা আল্লু আর্জুনকে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় হাজিরা দিতে নোটিস দেয় তেলঙ্গানা পুলিশ। মঙ্গলবার সকালে তিনি থানায় হাজির হন।
গত ৪ ডিসেম্বর, ‘পুষ্পা ২-দ্য রুল’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ৩৫ বছরের এক নারীর মৃত্যু হয় এবং তার ৮ বছরের ছেলে গুরুতর আহত হয়। এ ঘটনায় হায়দরাবাদ পুলিশ এফআইআর দায়ের করে অল্লু-সহ সাতজনের বিরুদ্ধে। নিম্ন আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালেও পরে তেলঙ্গানা হাই কোর্ট থেকে ৫০ হাজার টাকার বন্ডে জামিন পান তিনি।
ছবির প্রযোজক নবীন ইয়ারনেনি ও রবি শঙ্কর মৃতর পরিবারকে ৫০ লাখ টাকা আর্থিক সাহায্য দেন।
প্রযোজক নবীন বলেন, “এই ঘটনা খুবই মর্মান্তিক। আমরা পরিবারের পাশে থাকতে চেয়েছি। এই আর্থিক সহায়তা তাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস।”
বর্তমানে আহত শিশুটির চিকিৎসা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।