আল্লু জামিন পেতেই ‘বিস্ফোরক’ কঙ্গনা

বিনোদন ডেস্ক : বাড়ির শয়নকক্ষ থেকে গ্রেফতার করা হয়েছিল ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে। সম্প্রতি দেশটির হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে উপচে পড়েছিল মানুষের ঢল। সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। ওই ঘটনায় অভিযোগ দায়ের হয় আল্লুর বিরুদ্ধে। এরপর শুক্রবার গ্রেফতার করা হয় তাকে। তবে কিছুক্ষণের মধ্যেই আল্লুকে অন্তর্বর্তী জামিন দেন তেলঙ্গানা হাইকোর্ট। এবার এ ঘটনায় মুখ খুললেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

কঙ্গনার মতে, যা ঘটেছে তা খুবই দুঃখজনক। কিন্তু এই ঘটনায় প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে। সাংসদ অভিনেত্রী বলেছেন, “খুব দুঃখজনক ঘটনা। আমি নিজে আল্লু অর্জুনের বড় সমর্থক। কিন্তু এটাও বলব, কিছু ক্ষেত্রে আপনার দৃষ্টান্ত তৈরি করা উচিত। তিনি জামিন পেয়েছেন ঠিকই। কিন্তু উচ্চ স্তরের মানুষ বলেই কোনও ফলাফল ভোগ করতে হবে না, এমন যেন না হয়। মানুষের জীবনের কিন্তু দাম দেওয়া যায় না।”

সমাজে যাদের প্রভাব রয়েছে, তাদের চলার পথে আরও সতর্ক থাকা উচিত বলে মনে করেন কঙ্গনা। ধূমপানের বিজ্ঞাপন হোক বা প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়ের ঘটনা, কোনওভাবেই কেউ দায় এড়িয়ে যেতে পারেন না বলে তার মত। কঙ্গনার কথায়, “প্রেক্ষাগৃহে তারা উপস্থিত ছিলেন। তাই প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে।”

আল্লুকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আল্লু-সহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন- সন্ধ্যা থিয়েটারের কর্ণধারও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট।

নিম্ন আদালত পাঠাচ্ছিল জেলে, হাইকোর্টে জামিন পেলেন আল্লু অর্জুন