আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (৭ অক্টোবর) ১২তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন ট্রাইব্যুনাল–২। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ আসামির বিরুদ্ধে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিচারিক প্যানেলের নেতৃত্ব দেবেন চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী।
ট্রাইব্যুনালের তিন সদস্যের প্যানেলে অন্য দুই বিচারক হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ১১তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়, যা সপ্তমদিনের সাক্ষ্যগ্রহণ হিসেবে গণ্য হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত ৭ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।
প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার, আবদুস সোবহান তরফদার এবং সহিদুল ইসলাম।
মামলায় মোট ১৬ আসামির মধ্যে আটজন গ্রেফতার ও বাকি আটজন পলাতক। গ্রেফতার আসামিদের মধ্যে আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক শেখ আবজালুল হক দোষ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী হিসেবে সত্য উন্মোচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।
অন্য গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন-
সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম,ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফ,ঢাকা জেলা পুলিশের ডিবি’র সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন,আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক আবদুল মালেক ,আরাফাত উদ্দীন ,কামরুল হাসান ,সাবেক কনস্টেবল মুকুল চোকদার ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।