
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৩৮ জন পুলিশের দায়িত্ব পরিবর্তনের আদেশ জারি করেছে।
দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ পদে বড় রদবদল এসেছে। পুলিশ সদর দপ্তরের আলোচিত ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি থেকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) পদে বদলি করা হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (জিএমপি কমিশনার) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় পুলিশ বিভাগে একাধিক পদে দায়িত্ব পরিবর্তন হয়েছে। রদবদলের এই পরবর্তী ধাপ নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আনা হয়েছে বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি স্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুরে, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনায়, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলায়, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে এবিপিএন সদর দপ্তরের ডিআইজি, গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবিআইয়ের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হাসান খানকে পিবিআইয়ের পুলিশ সুপার, ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ারকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি, এসবির বিশেষ পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদেরকে একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি, সিআইডির বিশেষ পুলিশ সুপার মাসুম বিল্লাহ তালুকদারকে ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, গাজীপুরের জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজাউর রহমানকে খুলনার কেএমপির উপপুলিশ কমিশনার, চট্টগ্রামের সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাসান মোস্তফা স্বপনকে সিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলামকে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার, ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার তহুরা জান্নাতকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ও ঢাকার রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ফরহানকে পিবিআইয়ের পুলিশের হিসেবে পদায়ন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



