ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে অন্য আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এ সময় ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ডে বিক্ষুব্ধরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একই সময়ে আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে উভয় মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়।
স্থানীয়রা জানান, আসন পুনর্বহালের দাবিতে এর আগেও তারা দুই দফায় মহাসড়ক অবরোধ করেন। উপজেলা প্রশাসনের আশ্বাসে তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছিলেন। তবে আশ্বাস বাস্তবে রূপ না নেওয়ায় আবারও আজ তারা সড়ক অবরোধে নামেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে।”
প্রসঙ্গত, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাম্প্রতিক গেজেট অনুযায়ী আসন বিন্যাস পরিবর্তন করে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতেই টানা আন্দোলনে নেমেছেন এলাকাবাসী।
উৎসাহ-উদ্দীপনা নিয়ে ডাকসু নির্বাচনের ভোটের লাইনে শিক্ষার্থীরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।