জুমবাংলা ডেস্ক : আসামী ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক সময় অনেক কঠিন কঠিন পদক্ষেপ নিতে হয়। এসময় ঝুঁকির মধ্যেও থাকে তাদের জীবন। জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের আসামি ধরতে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সাহেদুজ্জামান নামের এক সহকারি পরিদর্শকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৮ই জুলাই) বিকেলে পাঁচবিবির ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটেছে। মৃত সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেলে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদক সেবীদের ধরতে যায় র্যাব এর সহকারি পরিদর্শক (এসআই) সাহেদুজ্জামান সহ কয়েকজন সদস্য।
এ সময় র্যাব সদস্যদের দেখে মাদকসেবীরা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে মাদকসেবীরা নদীতে ঝাঁপ দেয়। সাহেদুজ্জামানও তাদের ধরতে নদীতে ঝাঁপ দেয়।
সাথে অন্য র্যাব সদস্যরা সাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ নদীতে ভাসতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।