জুমবাংলা ডেস্ক : পৃথিবীর ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে অন্যতম পাইথন ও কোবরা। পাইথন নিজের বিশাল শরীর দিয়ে পেঁচিয়ে ধরে শত্রুকে। তার পর আস্ত গিলে খেয়ে নেয়। আর কোবরার বিষাক্ত ছোবলই কারও প্রাণ কেড়ে নেয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই দুই সাপ যখন নিজেদের মুখোমুখি হয়, তখন সেই লড়াই হয় বিধ্বংসী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি একটি ভিডিও দেখা যাচ্ছে, প্রায় ১২ ফুটের একটি কোবরা আস্ত এক পাইথনকে গিলে খেয়েছে। শুধু পাইথনের লেজের অংশ বেরিয়ে রয়েছে কোবরার মুখের বাইরে। দুই সাপের এমন কাণ্ড অবাক করেছে নেটিজেনদের।
ঘটনাটি ঘটেছে ফিলিপাইনের মিনদানাও দ্বীপে। কোবরার পাইথন গিলে খাওয়ার এই ঘটনা দেখে রীতিমতো বিস্মিত স্থানীয়রা। গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আমাদের এই এলাকায় প্রচুর সাপ রয়েছে। কোবরার কামড়ে এখানে অনেক মানুষের প্রাণহানিও ঘটে, কিন্তু আমরা এই প্রথম দেখলাম কোনো কোবরা আস্ত একটা পাইথনকে গিলে খেলো।’
পাইথন খেকো ওই বিষধর কোবরাকে দেখার পর গ্রামবাসীরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে। মারার পর কোবরার পেট থেকে আস্ত পাইথনটিকে পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার ভাইরাল হওয়া ভিডিওটি নিচে দেয়া হলো। দেখুন সেই ভিডিও—
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।