আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার একটা সুপ্ত বাসনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে মাঝে মাঝেই তিনি নোবেল নিয়ে মন্তব্য করেছেন। সম্প্রতি ট্রাম্পের এক মন্তব্য বেশ আলোচনায় উঠে আসে। নোবেল প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে না। কেননা তা শুধু উদারপন্থীদের দেওয়া হয়।
এই পরিস্থিতিতে বলিউডের চলচ্চিত্রকার হানসাল মেহতাও জানালেন, তিনি চান ট্রাম্পকে নোবেল দেওয়া হোক। তবে তা কাজের জন্য নয়, মুখ বন্ধ করার জন্য! তার এমনই ব্যঙ্গাত্মক মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পরই তাকে আক্রমণ করে এমন মন্তব্য করেছেন হানসাল।
সোশ্যাল মিডিয়ায় এ নির্মাতা লিখেছেন, ‘যদি নোবেল দিয়ে দিলে উনি চুপ করে যান, তবে এটা অবশ্যই ওকে দেওয়া হোক। অনর্গল বকতে থাকা মানুষটিকে থামানোর ক্ষেত্রে সেটা খুবই সামান্য বিনিয়োগ হবে।’
রবিবার ইরানে বোমাবর্ষণ করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, আমেরিকা ইরানের তিনটি পরমাণু গবেষণাকেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে।
ট্রাম্প জানান, ইরানের ওই তিন পরমাণু গবেষণাকেন্দ্র পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে মার্কিন সেনা। অন্য কোনো দেশের সেনাবাহিনী এখন পর্যন্ত এ ধরনের অভিযান চালাতে পারেনি। আর কোনো সেনার পক্ষে এটা সম্ভবও হতো না।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘অলিম্পিক ডে’ অনুষ্ঠিত
এদিকে ইরানে মার্কিন হামলায় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ইরানের পক্ষ থেকে। কয়েক ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।
অন্যদিকে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।