Views: 640

বিনোদন

আয়াতুল কুরসী পড়ার ভিডিওতে ভাইরাল বলিউড অভিনেত্রী সানা খান


বিনোদন ডেস্ক: ধর্মের পথে চলার জন্য অভিনয় ছাড়লেন বলিউড অভিনেত্রী সানা খান। বিয়ে করেছেন গুজরাটের মাওলানা আনাসকে। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় সানা খান।

একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে তার। সম্প্রতি স্বামীর সঙ্গে লং ড্রাইভে বেরিয়েছিলেন। সে ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। রীতিমতো ভাইরাল বনে গেছে ভিডিওটি।


এবার ‘আয়াতুল কুরসী’ পড়ে একে অপরকে ফু দেওয়ার ভিডিও শেয়ার করেছেন সানা। ভিডিওতে দেখা গেছে, হাতে হাত রেখে আয়তুল কুরসী পড়ছেন সানা ও আনাস। শেষে, ফু দিচ্ছেন একে অপরকে। ভিডিও ক্যাপশনে সানা লিখেছেন, ‘নিজেকে সমস্ত খারাপ কিছু থেকে রক্ষা করতে প্রতি ওয়াক্তের নামাজ এবং বাড়ি থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসী পড়ুন। বাড়ি থেকে বের হওয়ার সময় স্বামীর সঙ্গে সবসময় এই সুরাটি পড়ুন।’

এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল দুনিয়ায়। নেটিজেনরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে ভিডিওটি। যার প্রমাণ এর কমেন্টস ঘর থেকেই পাওয়া যায়।

বিয়ের পর ভালোবাসায় ডুবে যান সানা। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, ‘কখনো ভাবিনি হালাল ভালোবাসা এত সুন্দর হতে পারে! তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পুণ্য হয়।’

তার আগে ইনস্টাগ্রামে মেহেদি পরা হাতের ছবি দিয়ে সানা লিখেছিলেন, ‘আমার ভালোবাসা পবিত্র না হলে এত চড়়া মেহেদির রং আসত না।’

তিনি লিখেছিলেন, ‘আল্লাহর জন্যই একে অপরকে ভালোবেসেছেন। আল্লাহর জন্য বিয়ে করেছেন। এই দুনিয়ায় আল্লাহ আমাদের একসঙ্গে রাখুন। জন্নাতেও যেন আবার মিলিয়ে দেন।’


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

অভিনেত্রী আশার মৃত্যুর ঠিক আগের আড়াই ঘণ্টার হিসেব মিলছে না

rony

করোনা ভ্যাকসিন নেওয়ার পর যা বললেন নওশীন

rony

মাঝরাতে ট্রাকের ধাক্কায় অভিনেত্রী আশার মৃত্যু, ভিডিও ভাইরাল

rony

স্যুটিং স্পটে মধ্যরাতে তরুণীর কান্না, গোঙ্গানির শব্দ

Shamim Reza

হোটেল থেকে মাদকসহ জনপ্রিয় অভিনেত্রী আটক

rony

কার্তিকের সঙ্গে থাকতেই ৩৯ কোটি রুপি খরচ করলেন জাহ্নবী

Shamim Reza