জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এর পাশাপাশি আরও ১৮ জনের নাম ঘোষণা করা হয়েছে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।
শাজাহান খান মাদারীপুর-২ আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। ২০০৯ সালে নৌপরিবহন মন্ত্রী হয়েছিলেন। এরপর গত মন্ত্রিসভায়ও তিনি নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দলটির সভাপতিমণ্ডলীর বাকি সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, মোহাম্মাদ নাসিম, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, রামেশ চন্দ্র সেন, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমানসহ আরও অনেকে।
এর আগে কাউন্সিলে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এ প্রস্তাব সমর্থন করেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য পীযুষ ভট্টাচার্য। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়।
সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সমর্থন জানান যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে আর কোনো নাম না আসায় ওবায়দুল কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


