আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে পদ না পেয়ে যা বললেন শিক্ষা উপমন্ত্রী

জুমবাংলা ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে কোনো পদেই আসেননি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর আগের কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বিষয়টি নিয়ে নওফেলের অনুসারীরা হতাশ।

তবে তিনি বলছেন, বাংলাদেশ আওয়ামী লীগে অন্তত একবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের জন্য কাজ করতে পেরেছি, এটাই পরম তৃপ্তি। একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আছি, থাকবো, আমৃত্যু।

বিষয়টি নিয়ে শনিবার রাতে নওফেল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। জুমবাংলাডটকম পাঠকদের জন্য নিচে সেটি হুবহু তুলে ধরা হলো-

‘অভিনন্দন ও শুভ কামনা, বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে দলের ২১তম সম্মেলনে নির্বাচিত হয়ে এই দলকে আবারো পথ দেখিয়ে যাবেন, আমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। প্রিয় নেত্রীর যোগ্য সিপাহসালার হিসেবে নির্বাচিত হয়েছেন জননেতা ওবায়দুল কাদের, আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা!

বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ৬৯ বছরের ইতিহাসে অন্তত একবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের জন্য কাজ করতে পেরেছি, এটাই পরম তৃপ্তি। এখন নতুন সংসদ দায়িত্ব নেবে, এগিয়ে যাবে আমাদের দল। একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আছি, থাকবো, আমৃত্যু। জননেত্রী শেখ হাসিনা মানেই এই দল, এই দেশ। প্রিয় নেত্রী যতদিন রবে আপনার হাতে এই দেশ, পথ হারাবেনা বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।’