আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারা সোমবার ব্রাসেলস থেকে ফরাসি শহর স্ট্রাসবার্গে একটি বিশেষ ট্রেনে ভ্রমণের সময় অপ্রত্যাশিতভাবে ডিজনিল্যান্ড প্যারিসে পৌঁছে যান। এ সময় তাঁরা সবাই বেশ অবাক হন।
ব্রাসেলস ও স্ট্রাসবার্গের মধ্যকার পার্লামেন্টের আসনগুলোর এমপিদের জন্য বিশেষ ট্রেনটি মাসে একবার ভাড়া করা হয়। কারণ ইইউ আইন অনুযায়ী, স্ট্রাসবার্গ ইউরোপীয় পার্লামেন্টের অফিশিয়াল আসন, যদিও ব্রাসেলসে অধিকাংশ সংসদীয় কার্যক্রম পরিচালিত হয়।
তবে সোমবার সংকেতজনিত একটি ত্রুটির কারণে তাঁদের এই অপ্রত্যাশিত দৃশ্যের মুখোমুখি হতে হয়। আশ্চর্যজনকভাবে থিম পার্কে পৌঁছনো শত শত এমপি ও তাঁদের সহযোগীদের অনেকেই এ ঘটনায় আনন্দ পেয়েছেন।
তবে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। একজন এমপি বলেছেন, তাঁরা মিকি মাউস সংসদের সদস্য নন। কেউ কেউ ফরাসি শহরে ভ্রমণের পরিবর্তে বেলজিয়ামে থাকার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
অনেকে আবার টুইটে বলেছেন, এ ভুলটি ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতাদের কেবল ব্রাসেলসে থাকার এবং নিয়মিত ট্রেন যাত্রা বন্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। কারণ জার্মানির সীমান্তের কাছে পূর্ব ফ্রান্সে অবস্থিত স্ট্রাসবার্গে মাসিক চার দিনের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিতে তাঁদের প্রায় চার ঘণ্টা ভ্রমণ করতে হয়।
ডিজনিল্যান্ড প্যারিসে এমপিদের বিরতিটি অবশ্য থিম পার্কের রাইড নেওয়ার জন্য খুব সংক্ষিপ্ত ছিল।কারণ তাঁরা সেখানে মাত্র ৪৫ মিনিট ছিলেন।
ফরাসি রেলওয়ে কম্পানি এসএনসিএফ জানিয়েছে, ট্র্যাক সিগন্যালিং ত্রুটির কারণে ট্রেনটি বৃহত্তর প্যারিস অঞ্চলের কাছে যাওয়ার সময় একটি আন্তঃসংযোগকারী লাইন মিস করেছিল। শেষ পর্যন্ত অবশ্য স্ট্রাসবার্গে যাওয়ার জন্য ট্রেনটিকে সঠিক পথে ফিরিয়ে আনা হয়।
সূত্র : বিবিসি, এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।