Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল নম্বর ক্লোন (হুবহু নকল) করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি বার্তা দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ইউএনও মো. শাহাদাত হোসেন।
তিনি লিখেছেন, উপজেলা নির্বাহী অফিসার, ‘সীতাকুণ্ড এর অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে কয়েক জায়গায় বিকাশে টাকা পাঠানোর জন্য বলা হয়েছে। সংশিষ্ট সবাইকে সব ধরনের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হলো।’
জানতে চাইলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ইউএনও শাহাদাত হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।