আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের তৈরি এই যুদ্ধবিমান সরবরাহ করবে নেদারল্যান্ডস ও ডেনমার্ক।
ইউক্রেনকে সর্বাধুনিক এ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণায় ক্ষিপ্ত হয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “এফ-১৬ বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ফলে ইউক্রেনকে এসব বিমান দেওয়ার বিষয়টিকে তারা পারমাণবিক হুমকি হিসেবে বিবেচনা করবেন।”
এদিকে, যুদ্ধবিমান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলেনস্কি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট্টের পাশে দাঁড়িয়ে বলেন, “যুদ্ধবিমান দেওয়ার এ সিদ্ধান্ত সত্যিকারের ঐতিহাসিক, শক্তিশালী এবং আমাদের জন্য অনুপ্রেরণামূলক।”
এদিন দেশটির ইন্দোভেন বিমান ঘাঁটি পরিদর্শনে যান জেলেনস্কি। সেখানে তাকে এফ-১৬ বিমান দেখানো হয়।
এফ-১৬ যুদ্ধবিমান যেহেতু যুক্তরাষ্ট্রের তৈরি— ফলে কোনও দেশ যদি তৃতীয় কোনও দেশকে এটি দিতে চায় তাহলে এ ব্যাপারে তাদের অনুমতি নিতে হয়। গত শুক্রবার এ ব্যাপারে অনুমতি দিয়েও দেয় মার্কিন প্রশাসন। আর এখন ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ বিমানের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে, যা এ মাসেই শুরু হবে। সূত্র: দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।