আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনজুড়ে আজ সোমবার ফের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ইউক্রেনের বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। খবর রয়টার্স ও গার্ডিয়ানের।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি রুশ বাহিনীর সবশেষ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্যবস্থা নিচ্ছেন। দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেছেন, ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।
তবে রাশিয়ার এই হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা জানা যায় নি বলে খবরে বলা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের স্টাফের প্রধান আন্দ্রি ইয়েরমাক বলেন, বিমান হামলার সাইরেনকে অবহেলা করবেন না।
এদিকে আজ বিবিসির খবরে বলা হয়েছে, মধ্য রাশিয়ার দুইটি সামরিক বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেশটিতে এই বিস্ফোরণের ঘটনার পরেই ইউক্রেনে নতুন করে হামলা চালালো রুশ বাহিনী।
চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৮৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘার আরও বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।