ইউক্রেনীয় শরণার্থীদের আতিথেয়তা দিচ্ছেন নাভাস

স্পোর্টস ডেস্ক: আনুমানিক ৩০ জন ইউক্রেনীয় শরণার্থীকে ভরন পোষন করছেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) গোলরক্ষক কাইলর নাভাস। রুশ হামলা শুরু হওয়ার পর দেশটি ছেড়ে পালিয়ে এসেছে এসব শরনার্থী। লীগ ওয়ানের শীর্ষক্লাবের এই ফুটবল তারকা বিষয়টি নিজেই নিশ্চিত  করেছেন।

স্প্যানিশ প্রকাশনা স্পোর্ট জানায়, ৩৫ বছর বয়সি কোস্টারিকার এই ফুটবলার তার বাড়িটি এমনভাবে গড়ে তুলেছেন যাতে ওইসব শরণর্থীরা সেখানে থাকতে পারে।

নাভাসের স্ত্রী আন্দ্রে সালাস বিভিন্ন ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাতব্য সংস্থার দেয়া পোস্ট শেয়ার করেছেন, যেখানে বিপুল সংখ্যাক শিশু , তাদের মা ও অল্প বয়সিদের সাহায্য করতে অনুরোধ করা হয়েছে। যারা এক কাপড়ে দেশ ছেড়ে পালিয়ে এসেছে।’

বার্সেলোনাস্থ ক্রিস্টিয়ান ইভাঞ্জেলিস্ট আসোসিয়েনের মাধ্যমে আসা শরনার্থীদের গ্রহন করেছেন নাভাস। নাভাসের আশ্রয়ে আসা শরণার্থীদের সংখ্যা অবশ্য নিশ্চিত করতে রাজি হয়নি পিএসজি, ‘কারণ নাভাস খবরটি প্রচার করতে চাননি’। সূত্র: বাসস